সিস্টারহুড
এডমন্টনের পাট চুকিয়ে টরোন্টোতে এসেছি তিনমাস হলো। ইউঅফটিতে তখন ঢুকতে চেয়ে পারি নি, আলবার্টাতে যেতে হয়েছিল, সেই দুঃখটা ছিল টরোন্টোর ওপর। চাকরী আর গার্লফ্রেন্ড জুটে যাওয়ায় বাঙালী সমাজের তোয়াক্কা না করে বেলার সাথে এপার্টমেন্টে উঠলাম। বেলা হচ্ছে ইসাবেলা মোরালেস আলবার্টায় আমার সাথেই পড়ত সেখানে থেকেই পরিচয়। ল্যাটিন মেয়েদের সাথে ভারতীয় উপমহাদেশের মেয়েদের অনেক মিল আছে। […]